Job Opportunity

ফুড ডেলিভারী কাজের জন্য এলাকা ভিক্তিক আমরা বেশ কিছু সংখ্যক ফ্রি লান্সার খুজছি। এ কাজের জন্য যে কেউ আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আবেদনকারীর নাম, জন্ম তারিখ ও এলাকা ০১৭০৪৮০০৩১২ নাম্বারে এস.এম.এস. করতে হবে। সঠিকভাবে এস.এম.এস. প্রেরন হলে আমরা’ই ফোন করে প্রাথমিক ইন্টারভিয়্যু প্রক্রিয়া সম্পন্ন করব। পার্ট টাইম বেসিসে ছাত্র কিংবা চাকুরীজীবি যা’ই হোন না কেন, আপনি আবেদন করতে পাবেন। মূলত পূর্ব নির্ধারিত অবসর সময় অনুযায়ী আপনাকে কাজের সুযোগ প্রদান করা হবে।
০১৭০৪৮০০৩১২ নাম্বারটিতে কোন ফোন কল রিসিভ করা হয় না। কোন কিছু জানার থাকলে বাংলা নীড (www.facebook.com/BanglaNeed)-এ ইনবক্স করুন। অবশ্যই ইনবক্সে আপনার নাম, জন্ম তারিখ, এলাকা ও ফোন নাম্বারটি দিতে ভুলবেন না।
উদাহরন সরুপ: উত্তরাবাসী রুপক, পেশায় গ্রাফিক্স ডিজাইনার। কাজ করেন মিরপুরের একটি প্রাইভেট কোম্পানীতে। উনি শনি থেকে বৃহ: সন্ধ্যার পর মিরপুর থেকে উত্তরামুখী যে কোন যায়গায় ফুড ডেলিভারী করার জন্য আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ। সপ্তাহে দু-তিন দিন তিনি একাজটি করেন। কোন রকম অসুবিধা থাকলে আমাদের আগেই জানিয়ে দেন, আমরা সে অনুযায়ী বিকল্প ব্যবস্থা করি। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন শাহীন, ক্লাস সন্ধ্যার পর। টিউশনীর পাশাপশি কাজ করছেন আমাদের সাথে। এরকম অনেকেই হতে পারেন আমাদের পরিবারের সদস্য।